Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পাকুল্লা পরিষদ
বিস্তারিত

বাংলাদেশের একটি প্রাচীন জনপদ পুন্ড্রবর্ধন। পুন্ড্রুবর্ধনের একটি সমৃদ্ধ নগরী  বগুড়া। বাংলা অঞ্চলের ইতিহাস থেকে জানা যায় যে, দিলস্নীর সুলতান গিয়াস উদ্দীন বলবনের শাসন কালে বঙ্গের শাসনকর্তা নিযুক্ত হন তার পুত্র নাসির উদ্দীন বগ্রা খান। সে সময় প্রশাসন পরিচালনা ও রাজস্ব আদায়ের জন্য বঙ্গদেশের যেখানে দপ্তর খোলা হয় বগ্রা খানের নামানুসারে সে স্থানের নাম রাখা হয় বগ্রা। যা কালক্রমে বগুড়ায় রম্নপামত্মরিত হয়।

আর আধুনিক জেলা হিসাবে বগুড়ার যাথা শুরম্ন হয় ১৮২১ সালে। এই সময় রাজশাহী জেলার চারটি থানা- যথাক্রমে আদমদীঘি, বগুড়া, শেরপুর ও নওখিলা, দিনাজপুরের তিনটি থানা- লালবাজার, বদলগাছী , ক্ষেতলাল ও রংপুরের দুইটি থানা-গোবিন্দগঞ্জ ও দেওয়ানগঞ্জ নিয়ে বগুড়া জেলা গঠিত হয়। পরে প্রশাসনিক পূণর্বিন্যাসের কারনে উপরোক্ত থানাগুলোর অনেকগুলোই রদবদল হয়। রদবদলের এক পর্যায়ে কয়েকটি থানা বগুড়া জেলার মধ্যে থেকে যায়। আর বাকী কয়েকটি থানা সংযুক্ত হয় পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে।

বগুড়ার সঙ্গে থেকে যাওয়া তৎকালীন দেওয়ানগঞ্জ থানার মধ্যে অসিত্ত্ব ছিল আজকের সোনাতলার। প্রশাসনিক পুনর্বিন্যাসের আরেক পর্যায়ে দেওয়ানগঞ্জ থানাটি বৃহত্তর ময়মনসিংহ জেলার মধ্যে পড়লেও সোনাতলা অঞ্চলটি অমত্মর্ভূক্ত হয় বগুড়ার সারিয়াকান্দি থানার সঙ্গে। আরো পরে সোনাতলা এলাকাটি বগুড়ার গাবতলী থানাভুক্ত হয়। ১৯৮১ সালে স্বতন্ত্র থানায় রম্নপ নেয় সোনাতলা এবং ১৯৮৩ সালে পায় উপজেলার মর্যাদা।